Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

বিএডিসি (ক্ষুদ্রসেচ) মাঠ পর্যায়ে সেচ সুবিধা প্রদান, আধুনিক সেচ সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন ও খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত কার্যক্রম সমূহ পরিচালনা করছেঃ

১। বৈদ্যুতিক সেচ নলকূপের লাইসেন্স প্রদান।

২। জলাবদ্ধতা নিরসন ও সম্পূরক সেচ সুবিধা প্রদানের জন্য খাস মজা খাল পুনঃ খনন।

৩। ফসল রক্ষা ও সম্পূরক সেচ সুবিধা প্রদানের জন্য রেগুলেটর নির্মাণ।

৪। মাঠের ফসল পরিবহন এবং পানি অপসারণের জন্য বক্স কালভার্ট ও পাইপ কালভার্ট নির্মাণ।

৫। আধুনিক সেচ ও সেচ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ প্রদান।

৬। কৃষদের সেচ সম্পর্কিত পরামর্শ প্রদান।

৭। সেচ চার্জ নির্ধারণ।

৮। বিএডিসির নিজস্ব গভীর নলকূপে ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ এবং এ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের সহায়তা প্রদান।

৯। নিয়মিত প্রতিটি উপজেলার পানির স্তর পরিমাপ ও পানির গুণাগুন পরীক্ষা করা।

১০। গভীর নলকূপ স্থাপন।

 

 

উপজেলা অফিস সমূহের তালিকা ও যোগাযোগের তথ্যঃ

১। কোর্টচাঁদপুর ও মহেশপুর উপজেলা এর জন্য

কোর্টচাঁদপুর ইউনিট অফিস

মোঃ রকিবুল হোসেন

উপ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) (অতি. দায়িত্ব)

বিএডিসি, কোর্টচাঁদপুর উপজেলা পরিষদ

মোবাইল : ০১৭৩২৩০৩২৯৮

 

২। কালীগঞ্জ উপজেলার জন্য

কালীগঞ্জ ইউনিট অফিস

মোঃ নজরুল ইসলাম

উপ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)

বিএডিসি, কালীগঞ্জ উপজেলা পরিষদ

মোবাইল : ০১৮১৯১৩০৩৮৯

 

৩। ঝিনাইদহ, শৈলকূপা ও হরিণাকুন্ডু উপজেলার জন্য

ঝিনাইদহ সদর ইউনিট অফিস

মোঃ রকিবুল হোসেন

উপ সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)

বিএডিসি, ঝিনাইদহ উপজেলা পরিষদ

মোবাইল : ০১৭৩২৩০৩২৯৮