ভিশনঃ কৃষি উপকরণ সরবরাহ ও প্রযুক্তি সহায়তার মাধ্যমে কৃষি উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
মিশনঃ উচ্চ ফলনশীল মানসম্পন্ন বীজের উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি; খামার এবং চুক্তিবদ্ধ উৎপাদন জোন সম্প্রসারণ, বীজ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ সুবিধাদি বৃদ্ধি, আধুনিকীকরণ এবং শক্তিশালীকরণ; বীজ প্রযুক্তি হস্তান্তর, বেসরকারী পর্যায়ে বীজ শিল্প উন্নয়নে সহযোগিতা; সেচ দক্ষতা ও সেচকৃত এলাকা বৃদ্ধি এবং ফলন পার্থক্য (Yield Gap) হ্রাস; সারের বাফার ষ্টক সৃজন, গুনগত মান সম্পন্ন সার সরবরাহ, সারের গুনগতমান পরীক্ষার জন্য আধুনিক পরীক্ষাগার স্থাপন; জলাবদ্ধতা দূরীকরণ ও ভূ-পরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ।