Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৬১ সালের ১৬ অক্টোবর তারিখে ইষ্টপাকিস্তান এগ্রিকালচারাল ডেভোলপমেন্ট কর্পোরেশন (ইপিএডিসি) প্রতিষ্ঠা লাভ করে যা বতর্মানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি’র ভিত্তি ঢাকা শহর কেন্দ্রিক হলেও এর সেবার পরিধি সমগ্র বাংলাদেশে বিস্তৃত। বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তি সমূহ কৃষকদের মাঝে সরবরাহকরণে এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্তা অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্রসেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে। বিএডিসি ক্ষুদ্রসেচ উইং সরকারী কর্মসূচী মোতাবেক কৃষি ও কৃষকদের উন্নয়নে ক্ষুদ্রসেচ সুবিধা প্রদান ও ক্ষুদ্রসেচ সুবিধা বৃদ্ধি করছে।